মঙ্গলবার এন এস আর সি সি তে এনসিসি ক্যাডারদের কলেজ লেভেলের প্রশিক্ষণ চলছে বিভিন্ন ইভেন্টের উপর। এদিন সংবাদ মাধ্যম কে এনসিসি-র এক ক্যাডার জানান এই প্রশিক্ষণ শিবিরে তাদের মধ্যে সময় অনুযায়ী সকাল থেকে পিটি যোগা, ওয়েপন ট্রেনিং অবসট্রাকাল ট্রেনিং ইত্যাদি করানো হচ্ছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রিসার্চ টিম আসছে যেমন অগ্নি নির্বাপক, এনডিআরএফ, মেডিকেল টিম যারা বাচ্চাদেরকে নার্সিং এর দিকে গাইড করছে তাছাড়া এবারের বিশেষ হলো বিভিন্ন এক্সপার্ট টিম আসছে যারা এনসিসি ক্যাডেটদের অল রাউন্ড ডেভেলপমেন্ট যেমন কমিউনিকেশন স্কিল, তারা তাদেরকে আরো কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাতে পারে সে বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।



