প্রতিনিধি খোয়াই ২২ শে মে….. রবিবার রাত আনুমানিক ৯.৩০ মিনিট নাগাদ খোয়াই বিদ্যুৎ দপ্তরে একদল দুষ্কৃতকারি রাতের অন্ধকারে হানাদিয়ে ভাঙচুর চালায় খোয়াই বিদ্যুৎ দপ্তরে।এতে বিদ্যুৎ দপ্তরের আসবাবপত্র টেলিফোন সহ অন্যান্য সামগ্রী ভেঙ্গে গুড়িয়ে দেয়। দেখা গেছে ইদানিংকালে খোয়াইতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে রবিবার সকাল থেকে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয় । আর একে কেন্দ্র করে রবিবার রাতে আচমকা একদল দুষ্কৃতকারী হামলে পড়ে বিদ্যুৎ দপ্তরে। এতে করে কর্মরত এক হেলপার আশিস দেবনাথেকে মারধর করে দুষ্কৃতকারীরা । সেসময় বিদ্যুৎ দপ্তরে সর্বমোট তিনজন ডিউটি রত লাইনম্যান ছিলেন। পরবর্তী সময়ে দুষ্কৃতকারীরা বিদ্যুৎ দপ্তরে হামলা করলে দুজন বিদ্যুৎ কর্মী পালিয়ে তাদের প্রাণ রক্ষা করে। এ বিষয় নিয়ে খোয়াই বিদ্যুৎ দপ্তরের ডি জি এম গণেশ দেববর্মা কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তিনি সে সময় অফিসে উপস্থিত ছিলেন না। ঘটনার খবর পেলেও প্রায় ১১ টা নাগাদ এসে পৌঁছান খোয়াই বিদ্যুৎ দপ্তরে। খোয়াই বিদ্যুৎ দপ্তরের হামলার বিরুদ্ধে খবর লেখা পর্যন্ত এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ হল বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দেবেস দেববর্মা প্রতিনিয়ত অফিস কামাই করেন এমনকি ঠিক সময়মতো আসে না অফিসে । খোয়াই বিদ্যুৎ দপ্তরের ডি জি এম সাহেবেকে ম্যানেজ করে অফিসে না এসে দিব্যি চালাচ্ছেন অফিস। এ নিয়ে বিদ্যুৎ দপ্তরের নিচু স্তরের কর্মীরাও ক্ষোবে ফুঁসছেন। এমনকি রবিবার সন্ধ্যা রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী খোয়াই টাউন হলে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে গোটা বিষয়টি খোদ প্রত্যক্ষ করেন। এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী খোয়াই বিদ্যুৎ ভোক্তাদের বিদ্যুৎ চপলতার সমস্যা নিরসনে কি ব্যবস্থা গ্রহণ করেন। না হলে খোয়াইতে এই ধরনের বিদ্যুৎ বিভ্রাট চলতেই থাকবে বলে মন্তব্য করেন খোয়াই বাসি।



