প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে বাড়ি বাড়ি গিয়ে গৃহপালিত গবাদি পশুদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। এই ধরনের একটি টিকাকরণ ক্যাম্প অনুষ্ঠিত হলো সোমবার আগরতলার চন্দ্রপুরের শ্রীলঙ্কা বস্তিতে। অভয়নগর স্টেট ভেটেনারি হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শ্রীলঙ্কা বস্তিতে এই এল এস ডি টীকাকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বর্তমানে পরিবেশ পরিবর্তনের কারণে গবাদি পশুর শরীরে অনেকটা বসন্ত গোটার মত ছেয়ে যাচ্ছে। এই এল এস ডি ভ্যাকসিন ক্যাম্প এর মাধ্যমে টিকাকরণের ফলে গবাদি পশুরা সংশ্লিষ্ট রোগ থেকে রেহাই পাবে ।এদিন এমনটাই জানান স্টেট ভেটেনারি হাসপাতালের সুপার এস এস দেব বর্মন।



