Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া বাইক সহ দুই চোর আটক পুলিশের হাতে

চুরি যাওয়া বাইক সহ দুই চোর আটক পুলিশের হাতে

সোমবার চুরি যাওয়া বাইক সহ দুই বাংলাদেশি চোরকে আটক করলো পুলিশ এবং তা হস্তান্তর করা হলো পশ্চিম আগরতলা থানা পুলিশের নিকট। আটককৃত চোরের নাম মোহাম্মদ জুনু মিয়া এবং কালাম মিয়া, এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম আগরতলা থানার পুলিশ আধিকারিক জানান রাজধানী হরিজন কলোনি এলাকা থেকে চুরি যাওয়া বাইকের অভিযোগ পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ তৎক্ষণাৎ বটতলা ফারি পুলিশ ও বর্ডার এলাকাগুলিতে যে সমস্ত বিওপি রয়েছে সেখানে এই প্রস্তাব পাঠান তাছাড়া এই প্রস্তাব পাঠানো হয় মধুপুর থানার পুলিশের কাছেও। একপ্রকার বটতলা ফারি, মধুপুর থানা এবং বিএসএফের কঠোর টহলদারির ফলে বাইক চুরির ১৬ থেকে ২০ ঘণ্টার মধ্যে উদ্ধার হল চুরি যাওয়া বাইক বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য