চলে গেলেন সিপিআইএম সদর কমিটির সদস্য সমীর দেব, শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের কার্যকলাপ থেকে অব্যাহতি নিয়েছিলেন, সেই অসুস্থতায় কেড়ে নিল সংগঠনের একনিষ্ঠ কর্মী সমীর দেবে প্রাণ। সোমবার প্রয়াতর সমীর দেব কে শেষ শ্রদ্ধা জানাতে সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয় সামনে নিয়ে আসা হয় উনার নিথর মৃতদেহ। এদের উনার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সিপিআইএম নেতা পবিত্র কর নারী নেত্রী রমাকর দাস সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সিপিআইএম নেতা পবিত্র কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রয়াত সমীর দেবের অকাল মৃত্যুতে সংগঠনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যক্ত করার পাশাপাশি বিগত দিনে সংগঠনের প্রতি উনার যে দায়বদ্ধতা ছিল তা নিজ বক্তব্যে তুলে ধরেন।



