গত কয়েকদিন ধরে রাজধানীর AD নগর থানাধীন এমবিটিলার এফসিআই গোডাউন সংলগ্ন লেখা থাকে বেরিয়ে আসছিল পচা দুর্গন্ধ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছিল। তাদের ধারণা ছিল যেহেতু এফসিআই গো-ডাউন সংলগ্ন এলাকায় জঙ্গল রয়েছে সেখানে থাকতে পারে কোন প্রাণীর মৃতদেহ। সেই মৃত দেহ থেকে পচা গন্ধ বেরিয়ে আসছে। কিন্তু রবিবার সেই গন্ধ আরো প্রকট হয়ে ওঠে। বিষয়টি নিয়ে সন্দেহের দানা বাধে স্থানীয়দের । তারা এই গন্ধের উৎসব খোঁজার চেষ্টা করে। পাশাপাশি খবর দেওয়া হয়েছিল পুর নিগমের কর্মকর্তাদের। রবিবার শুরু হয়েছিল সেই জঙ্গল পরিষ্কার করার কাজ। তখনই দেখা যায় সেখানে পড়ে রয়েছে এক ব্যক্তির পচা গলা দেহ। মৃতদেহের গলায় টেলিফোনের তার প্যাঁচানো। এই ধরনের দৃশ্য দেখার পরেই স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। তাদের ধারণা ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে গলায় তার পেঁচিয়ে টেনে এনে সেই জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয় এডি নগর থানায়। ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে ছুটে যান এডি নগর থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।



