২০২৩ বিধানসভা নির্বাচনের সময়ে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন রবিবার আগরতলার ১৩৩ তম তিরোধান উৎসব উপলক্ষে আগরতলার লোকনাথ মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পুরেটর স্বপ্না দত্ত সহ অন্যান্যরা।



