রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সংসদ বিপ্লব কুমার দেব সরকারী বাস ভবনে এক সাংবাদিক সম্মেল করেন।সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমকে বলেন। সংগঠনে এবং সরকারে বাইরে থেকে হস্তক্ষেপ হচ্ছে। প্রদেশ বিজেপি এবং সরকার সম্পর্কে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। কারা কিভাবে হস্তক্ষেপ করছেন তা উল্লেখ না করে বিপ্লব কুমার দেব বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করছেন। প্রধানমন্ত্রীকে তিনি সব জানিয়েছেন এই কথা জানিয়ে বিপ্লব দেব আরোও বলেছেন, অনুপ্রবেশের মানসিকতা এই পার্টিতে হয়না। অন্যদের সতর্ক থাকতে হবে। পার্টি ও সরকার আমরাই চালাবো।



