Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদটাইলস বোঝাই লড়ি উল্টে গেল জাতীয় সড়কে। স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের...

টাইলস বোঝাই লড়ি উল্টে গেল জাতীয় সড়কে। স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল, দীর্ঘ দুই ঘন্টা পর পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল, ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায়

বিবরণে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৭ টা নাগাদ AS01EC8984 নাম্বারের টাইলস বোঝাই লরি আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে জিরানিয়া থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল। বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় গাড়িটির। ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে যায়। রাস্তার দুদিকে আটকে প্ররে প্রচুর সংখ্যায় যাত্রীবাহি এবং পন্য বোঝাই গাড়ি। চরম দুর্ভোগের শিকার হতে হয় যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারনের। এদিকে এই যান দুর্ঘটনায় গাড়ির চালক এবং সহ চালক অল্প বিস্তর আহত হয়। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা। পরবর্তী সময়ে উনার চেষ্টায় ড্রজার দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। সকাল প্রায় নয়টা নাগাদ পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য