আবারো অভিযুগের আঙ্গুল উঠল ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি’র দিকে। মৃত রোগীর আত্মীয় পরিজন জানান হার্টের সমস্যা নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। তাদের অভিযোগ হাসপাতালে ভর্তি করা হলেও রোগীকে কোন পরিষেবা দেওয়া হয়নি। এ বিষয়ে কর্তব্যরত নার্সের সঙ্গে পরিজন কথা বলতে চাইলে কোন কথা শুনেননি উল্টে গালিগালাজ করেন। এক সময়ে বিনা চিকিৎসাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর ফলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ছুটে আসেখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিবি ফাঁড়ি থানার পুলিশ এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।



