শুক্রবার আগরতলা পুর নিগমের উদ্যোগে মোবাইল ভ্যান টয়লেট গাড়ির উদ্বোধন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার সৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। এদিন মেয়র সংবাদমাধ্যমকে জানান ন্যূনতম ভাড়ার ভিত্তিতে এই মোবাইল ভ্যান টয়লেট ব্যবহার করতে পারবে শহরবাসী, তাছাড়া এই ভ্যান চালু করার মূল উদ্দেশ্য হলো শহরে কোন প্রকার রেলি কিংবা অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন এই টয়লেটের ব্যবস্থা করা দুষ্কর হয়ে পড়ে ফলে অনেকে দূরাবস্থায় পড়ে যান। সেদিকে লক্ষ্য রেখেই পুর নিগমের উদ্যোগে এই মোবাইল ভ্যান টয়লেট গাড়ির চালু করা। তাছাড়া কোন ব্যক্তি যদি নিজ ব্যক্তিগত অনুষ্ঠান যেখানে প্রচুর লোকের সমাগম হবে সেখানে এই ভ্যান ন্যূনতম ভাড়ার ভিত্তিতে ব্যবহার করতে পারেন বলে জানান তিনি, কিন্তু ভাড়ার মূল্য কত হবে তা পরে জানিয়ে দেবেন বলে জানান মেয়র দীপক মজুমদার।



