শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে নির্বাচনী পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের সভাপতি বিরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা সংবাদ মাধ্যমকে জানান রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির থেকে যে সমস্ত কার্যকলাপ হাতে নেওয়া হয়েছে সেগুলি আগামী 10 দিনের মধ্যে পূরণ করা হবে বলে। তাছাড়া তিনি বলেন রাজ্যে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাস যেভাবে হয়েছে তাতে অনেক কংগ্রেস দলের কর্মি সমর্থকরা আহত হয়েছেন এবং অনেকে আজও বাড়ি ছাড়া হয়ে আছেন। সেগুলির রিপোর্ট হাতে নেওয়া হয়েছে এবং তা দলের হাই কমান্ড, পুলিশের ডিআইজি ও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নিকট তুলে দেওয়া হবে। পাশাপাশি কংগ্রেস কর্মীদের আহত করার সাথে সাথে সম্পত্তি নষ্ট করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল রাবার বাগানে আগুন দেওয়া এবং পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়ে মাছ নষ্ট করা ইত্যাদি তারপর আরো যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করাই হলো আজকের এই পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য। এদিনের বৈঠকে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



