আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে দেখা মিলল বৃষ্টি গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে কিছুটা রেহাই পেল রাজ্যবাসী। প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি রয়েছে থমকা হাওয়া, গ্রীস্মের গরমের হাঁসফাঁস থেকে স্বস্তি মিলল কিছুটা। বলা চলে এই বৃষ্টির ফলে যেমন গরম থেকে রেহাই পেয়েছে রাজ্যবাসী তেমনি রাস্তাঘাটের ধুলোবালি ও হ্রাস পেয়েছে। এদিন সংবাদমাধ্যমকে এক পথচারী জানান বৃষ্টির ফলে গরম থেকে স্বস্তি মিলেছে কিছুটা। ঘূর্ণিঝড় মুখার রাজ্যে প্রভাব ফেলার আশঙ্কা থাকলেও এই বৃষ্টির কারণ কি ঘূর্ণিঝড় মুখা তা নিয়ে রয়েছে সংশয়।



