সোমবার দুপুরে খোয়াই বাইজাল বাড়ি এলাকাতে সড়ক অবরোধে বসে এলাকার কিছু অটো চালকরা। ঘটনার বিবরণে জানা য়ায় খোয়াই সুভাষ পার্ক কালিবাড়ি এলাকাতে গত শনিবার শনি পূজার আয়োজন করা হয়। যথারীতি সেখানে বাইজাল বাড়ি এলাকার অটো চালকদের কাছে চাঁদা চাওয়া হয় এই বিষয় নিয়ে পূজার উদ্যোক্তা কমিটি এবং ওই এলাকার অটো চালকদের মধ্যে গত শনিবার দিন ছোটখাটো একটি ঝামেলা হয়। এই বিষয়টি কি কেন্দ্র করে সোমবার দুপুরে বাইজাল বাড়ি এলাকায় অটোচালকরা সম্মিলিতভাবে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে বসে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তার দুই ধারে প্রচুর সংখ্যক ছোট বড় যানবাহন আটকে পড়ে। এই ঘটনা প্রশাসনের নজরে আসলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোচালকদের সাথে কথা বলতে গেলে অটো চালকদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত এই ঘটনা সুষ্ঠু বিচার না হবে সড়ক অবরোধ তোলা হবে না। অন্যদিকে সাধারণ যাত্রীদের বক্তব্য গত শনিবার দিন এইরকম কোন ঘটনা যদিও ঘটে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে ঘটনা তদন্ত করার জন্য। এইভাবে সাধারন দূরপাল্লার পথযাত্রীদের আটকে রেখে এ কি ধরনের আন্দোলন। এই সড়ক ধরে কমলপুর সহ অন্যান্য জায়গার যাত্রীরা ও যাতায়াত করেন তাদেরকেও বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত এই ধরনের সড়ক অবরোধের কারণে। খোয়াই এর শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ এই সমস্ত ঘটনাকে রোধ করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আগামী দিনে আরও শক্ত হওয়ার প্রয়োজন বলে মনে করছেন। ছোটখাটো ঘটনা কে কেন্দ্র করে এই ভাবে সড়ক অবরোধে বসে পড়লে সাধারণ যাত্রীদের ভোগান্তির শিকার হয়। যদিও পুলিশ প্রশাসন অটো চালকদের আশ্বস্ত করার পর বেলা চারটা নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করে



