Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পদ্মবিল এলাকার নেশা মুক্তির মুক্তি ফাউন্ডেশন কেন্দ্রটি পরিদর্শন করেন সাংসদ রেবতী...

খোয়াই পদ্মবিল এলাকার নেশা মুক্তির মুক্তি ফাউন্ডেশন কেন্দ্রটি পরিদর্শন করেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।

মঙ্গলবার দুপুরে খোয়াই নতুন টাউনহলে আয়োজিত যুব উৎসবে প্রথম অংশ নিতে খোয়াই আসেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিনের এই যুব উৎসবের প্রধন অতিথির আসন অলংকৃত করেন সংসদ রেবতী কুমার ত্রিপুরা। সেখান থেকে অনুষ্ঠান শেষ করে সেখান থেকে চলে যান খোয়াই পদ্মবিল ভারত সর্দারপাড়া পাড়ার মুক্তি ফাউন্ডেশন নামক নেশামুক্তি কেন্দ্রটিতে এবং সেখানে গিয়ে নেশা মুক্তি কেন্দ্রটি পরিদর্শন করেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। নেশামুক্তি কেন্দ্রটি পরিদর্শন করে, সেখানে চিকিৎসাধিন যুবকদের সাথে কথা বলেন তিনি,এবং যে সংস্থা দ্বারা নেশামুক্তি কেন্দ্রটি পরিচালিত হচ্ছে সেই সংস্থাকে ধন্যবাদ ও জানিয়েছেন তিনি। নেশা মুক্তি কেন্দ্রটি পরিদর্শন কালে সাংসদ রেবতী কুমার ত্রিপুরার পাশাপাশী উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা । পরবর্তী সময় সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সরকার ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছেন কেননা বর্তমান যুব সমাজের অধিকাংশ যুবকই নেশা জগতে বসবাস করছে এতে করে ওই সব যুবকদের ভবিষৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে । তাই এই নেশার করাল গ্রাস থেকে যুবকদের উদ্ধার করা এবং নেশার জগৎটাকে ধ্বংস করে একটা সুন্দর সমাজ ও নেশামুক্ত রাজ্য গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার পুলিশ প্রশাসন আর সেই লক্ষ্যেই কাজ করছে। এই কাজ করা সরকার এবং প্রশাসনের একার দ্বারা সম্ভব না সমাজের সকল শ্রেণীর লোকের সাহায্যের দরকার এবং এই ধরনের সামাজিক সংস্থা গুলো যারা এই ধনরণের নেশামুক্ত কেন্দ্র পরিচালনা করছেন। অন্যদিকে তিনি আরও বলেন মুক্তি ফাউন্ডেশনের নেশামুক্তি কেন্দ্রটি পরিদর্শন করে ওনার খুবই ভাল লেগেছে এবং চিকিৎসাধিন যুবকদের সাথে কথা বলে বুঝতে পেরেছেন যে তারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তাই তিনি এই সংস্থাকে ধন্যবাদ জানিয়ে ছেন এবং আগামীদিনে আরো বেশি কাজ করে যুবকদের সুন্দর ভবিষৎ উপহার দেবার আহ্বান জানিয়েছেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য