আমতলী গণধর্ষণকাণ্ডে আরো এক দোষীকে গ্রেপ্তার করলো আমতলী থানার পুলিশ তার নাম জয়ন্ত রাউত বাড়ি চারিপাড়া এলাকায়। প্রথমে তাকে এয়ারপোর্ট থানার পুলিশ আটক করার পর আম তুলে থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমতলী গণধর্ষণ এর ঘটনায় এই পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্র মোতাবেক আরো এক আসামি অধরা তার নাম প্রসেনজিৎ পাল। বৃহস্পতিবার আমতলী থানায় অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গণধর্ষণের ঘটনায় জয়ন্ত রাউত ভালো ভূমিকা পালন করেছিল এবং অভিযুক্তদেরকে পালানোর জন্য বিশেষভাবে সাহায্য করেছিল ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল জয়ন্ত রাউত বলে জানান,



