মঙ্গলবার পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা , এলাকার কর্পোরেটর সীমা দেবনাথসহ অন্যান্য আধিকারিকগন। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান আগরতলা পুরো নিগম এলাকার যে যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে নিরসনে পুর নিগম প্রতিজ্ঞাবদ্ধ তাই আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন এবং তারই অঙ্গ হিসাবে আজ এই পুর নিগমের ২৫ নং ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথের উপস্থিতিতে এই ওয়ার্ড পরিদর্শন এবং পরিদর্শন কালে এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হয়ে তা দ্রুত নিরসনের আশ্বাস দেন। তাছাড়া পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা হবে বলেও জানান তিনি।



