Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যঅসম এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে বিহু নিত্যসহ নানা অনুষ্ঠানের আয়োজন

অসম এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে বিহু নিত্যসহ নানা অনুষ্ঠানের আয়োজন

বিহু আসমিয়াদের প্রাণের উৎসব বছরে তিনবার পালিত হয়। রবিবার আগরতলার টাউন হলে অসম এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে বিহু নিত্যসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ১৪ মে থেকে রবিবার পালিত হয় রঙ্গালী বিহু। এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী। এই দিনের রংগালি বিহু উৎসব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আসামিয়াদের উৎসব কিন্তু রাজ্যে এখন সবাই এই উৎসবে মাতোয়ারা হন এতে নিজেদের সংস্কৃতি এগিয়ে নিয়ে যায়। বিকালে শুরু হবে দ্বিতীয় পর্ব অনুষ্ঠান অতিথি হিসেবে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিপকোর ত্রিপুরা প্রধান নন্দ বাসুমাতিরা। এই পড়বেই থাকবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান বিহু নিত্য এই উপলক্ষে আসাম থেকে প্রায় ৬০ জনের একটি বিহু নৃত্যের দল দল শনিবার রেলপথে আগরতলায় এসে পৌঁছেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য