আগরতলার আশ্রম চৌমুহনী এলাকার শতদল সংঘ ক্লাবের নিকট মুসলিম ধর্মাবলম্বী ও হিন্দুদের দুটি শ্বশান রয়েছে , যার মধ্যে হিন্দুদের বিশেষ করে মণিপুরীদের যে শ্মশান রয়েছে সেটাকে আরো কিভাবে সংস্কার করা যায় তা নিয়ে আজ ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও পৌর নিগমের মেয়র দীপক মজুমদার , এলাকার কর্পোরেটরসহ পরিদর্শন করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান যে এই শ্বশান সংস্কারের দাবি দীর্ঘদিনের তাই প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা ও এলাকার কর্পোরেটর শিমা দেবনাথের উপস্থিতিতে আজকের পরিদর্শন এবং পরিদর্শনের পর মেয়রের ও মনে হয়েছে যে এটিকে পুনরায় ব্যবহারযোগ্য করা উচিত তাই আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা হবে বলে কথা দেন।



