Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ২১ বছর পুরনো টি এস আর ক্যাম্পকে তুলে নেবার প্রতিবাদে পথ অবরোধে...

২১ বছর পুরনো টি এস আর ক্যাম্পকে তুলে নেবার প্রতিবাদে পথ অবরোধে বসলো খোয়াই মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের লোকেরা

খোয়াই মহাকুমার মধ্য শিঙিছাড়া এলাকার ২১ বছরের পুরনো টি এস আর ক্যাম্পকে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাহার করার দাবি কে কেন্দ্র করে মধ্যসঙ্গী ছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ও ৫নং ওয়ার্ড সহ ঘটিয়া তল এলাকার এলাকাবাসীরা শনিবার সকাল থেকে কয়েক দফায় পথ অবরোধে বসে এবং টি এস আর দের পক্ষ থেকে থেকেও পথ অবরোধ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয়। যদিও পথ অবরোধকারীরা টিএসআর এর কাছে হার মানেনি। আজ থেকে কুড়ি ২৫ বছর আগে যখন রাজ্যে সন্ত্রাসবাদীরা ব্যাপক ভাবে সন্ত্রাস চালাচ্ছিল তখন মধ্য সিঙ্গি ছাড়া এলাকা, ঘটিয়া তল সহ এই এলাকার সমস্ত নাগরিকদের সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে ২০০২ সালে এই জায়গায় একটি টি এস আর ক্যাম্প স্থাপন করা হয়। ২১ বছর পর প্রশাসনের পক্ষ থেকে এই টি এস আর ক্যাম্পটিকে প্রত্যাহার করতে চাইলে গ্রামবাসীরা পথ অবরোধে বসে নিজেদের সুরক্ষার স্বার্থে। ক্যাম্প প্রত্যাহার না করার দাবিতে এলাকাবাসী পথ অবরোধে বসে শেষে এই খবর প্রশাসনের কানে গেলে ঘটনাস্থলের ছুটি আছেন খোয়াই জিলা পরিষদের সদস্য মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া, এলাকার প্রধান সঞ্জীত পাল সহ অন্যান্যরা। অবরোধ স্থলে জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার উপস্থিত হয়ে এলাকাবাসী সহ অন্যান্যদের সাথে আলোচনা টেবিলে বসেন এবং আলোচনায় সুব্রত মজুমদার অবরোধকারীদের বলেন এখান থেকে টি এস আর কে প্রত্যাহার করা হচ্ছে ঠিকই কিন্তু ক্যাম্প প্রত্যাহার করা হচ্ছে না। এই ক্যাম্পের বিষয়টিকে নিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছেন এবং তাদের কাছে অনুরোধ রেখেছেন যে এলাকার জনগণের সার্বিক স্বার্থে এই ক্যাম্পটি থাকা খুবই জরুরী। সুব্রত মজুমদার এও বলেন টি এস আর এর পরিবর্তে এখানে পুলিশের ডি এ আর কর্মীরা এই ক্যাম্পে থাকছেন। এবং এই দিনই ডি এ আর কর্মীদেরকে এই ক্যাম্পে নিয়ে আসা হবে বলে জানান খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া। অন্যদিকে সুব্রত মজুমদার পথ অবরোধকারীদের মুখোমুখি হয় সমস্ত বিষয়টা তাদের সাথে আলোচনা করেন এবং বিষয়টি তাদেরকে বুঝিয়ে দেন এর ফলে অবরোধকারীরা বিষয়টি বুঝতে পেরে পথ অবরোধ প্রত্যাহার করেন। এই বিষয়ে এলাকার স্বার্থে প্রশাসন এলাকাবাসীর সাথে রয়েছেন বলেও আশ্বস্ত করেন। এরপর জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ প্রতিনিধি দলটি সমস্ত ক্যামটি পরিদর্শন করেন এবং দেখতে পান কিছুদিন আগে শিলা বৃষ্টির কারণে ক্যাম্পের হেঁসলের সমস্ত টিনের চালটি ফুটো হয়ে গেছে তাই সুব্রত মজুমদার ওসি রাজকুমার জমাতিয়াকে বলেন আগামী সোমবারের মধ্যে এই হেঁসলের টিনের চালটি যাতে দ্রুত সারাই করে দেওয়া হয় না হলে ঐদিন আগত ডি এ আর পুলিশ কর্মীরা রান্না করে খেতে পারবেন না যদি বৃষ্টি নামে। খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার প্রশাসনের বিষয়টি ও এলাকাবাসীর সমস্যা টিকে সুন্দরভাবে পরিচালনা করেছেন তাতে ব্যাপক খুশি মধ্য শিঙ্গি ছাড়ার এলাকাবাসীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য