রক্তের কোন বিকল্প নেই, তাই রক্তদানের মত এমন বড় উপহার আর হতে পারে না। শনিবার রাজধানীর বনমালী পুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরে রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরম শ্রদ্ধেয় প্রয়াত চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এদিন বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দিরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ,ত্রিপুরার চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা ,রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী জানান , নির্বাচনের জন্য রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের কিছুটা সংকট সৃষ্টি হয়। তাই রক্তের ঘাটতি পূরণের জন্য তিনি রাজ্যবাসীর প্রতি রক্তদানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই আহবানে সারা দিয়ে রাজ্যর বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করায় রামঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।



