Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমুখ্যমন্ত্রীর গোধন যোজনার অন্তর্গত খোয়াই জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত দুই শতাধিক মহিলাদেরকে...

মুখ্যমন্ত্রীর গোধন যোজনার অন্তর্গত খোয়াই জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত দুই শতাধিক মহিলাদেরকে নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় খোয়াই তুলাশিখর ব্লকের কনফারেন্স হলে।

শুক্রবার দুপুরে খোয়াই তুলা শিখর ব্লকের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর গোধন প্রকল্পকে সামনে রেখে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ সভাধিপতি শ্রী হরি শংকর পাল, তুলাশিকড় ব্লকের ভাইস চেয়ারম্যান শুধুম্বর দেববর্মা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহকারী আধিকারিক প্রাণ গোপাল দাস, এবং প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক মৃন্ময় বর্মন, চিকিৎসক লিপিকা দেববর্মা এবং খোয়াই তুলাশিকর ব্লকের আধিকারিক মানস মুরা সিং সহ বিভিন্ন ব্লকের থেকে আগত প্রায় দুই শতাধিক মহিলা ও পুরুষ প্রশিক্ষণ প্রাপকরা। এই প্রশিক্ষণ শিবিরে উদ্বোধক শ্রীহরি শংকর পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী উন্নত গো ধন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার একটা পদ্ধতি। এই আধুনিক যুগে প্রত্যেকটা জিনিসের চাহিদার সঙ্গে সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে চাহিদা অনুযায়ী যোগান বাড়ানো একান্ত প্রয়োজন। তাই এই প্রকল্পের মাধ্যমে তৎকালীন সময়ে আমাদের গ্রামীণ এলাকাতে গো পালন করা হতো সেই ক্ষেত্রে সেই রকম ভাবে প্রযুক্তিকে কাজে লাগানো হতো না যার ফলে গাভীর দুধের পরিমাণ অনেক কম ছিল বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গো পালনের মাধ্যমে গ্রামীন এলাকার অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করা সম্ভব। তাই তিনি আজকের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে যে প্রশিক্ষণ শিবিরে আগত প্রশিক্ষণ গ্রহণকারীদের কাছে আবেদন রাখেন বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত মানের গো পালনের সুবিধা গ্রহণ করে নিজেদেরকে অর্থনৈতিক বুনিয়াদকে চাঙ্গা করার আহ্বান রাখেন। পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরে আগত অতিথিদের মধ্যে তুলা শিকার ব্লকের ভাইস চেয়ারম্যান সুতম্বর দেববর্মা তিনিও ককবরক ভাষায় উক্ত প্রশিক্ষণ শিবিরের কি গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলি যেন সবাই অনুধাবন করেন এর জন্য সবার সবার কাছে আবেদন রাখেন। এছাড়া দপ্তরের চিকিৎসক মৃন্ময় বর্মন উন্নত গো পালনে প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন সুবিধাগুলি গ্রহণ করার জন্য আহ্বান রাখেন। তুলাশিকর ব্লক আধিকারি মানস মুরাসিং তিনি বলেন এই প্রশিক্ষণ শিবিরে এত সংখ্যক পুরুষ ও মহিলারা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য এবং বিভিন্ন ব্লক থেকে যেসব প্রশিক্ষণ গ্রহন কারীরা অংশগ্রহণ করেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান এবং ব্যাপক পরিমাণে উপস্থিতির হার দেখে তিনি খুবই আপ্লুত। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক লিপিকা দেববর্মা প্রশিক্ষণ গ্রহণকারীদের ককবরক ভাষায় প্রশিক্ষণ প্রদান করেন চিকিৎসক লিপিকা দেববর্মার সাথে প্রশিক্ষনার্থিরা ও তাদের গো পালন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও অসুবিধা গুলিকে নিয়ে আলোচনা করেন। আশা করা যাচ্ছে আজকের এই প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষণ গ্রহণকারীরা উন্নত মানের গো প্রজননের পদ্ধতি সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। এবং অদূর ভবিষ্যতে প্রশিক্ষনার্থীরা গো পালের মাধ্যমে নিজেরা আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য