ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারির বিরুদ্ধে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের না খেলিয়ে বহিরাজ্যের খেলোয়াড় খেলিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগ এনে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এসে ধলেশ্বরস্থিত রূপক দেব রায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারী খেলোয়াড়দের সাথে ছিলেন বিভিন্ন খেলার সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সুজিত ভৌমিক। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজধানীর পূর্ব থানার পুলিশ,উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রানা চ্যাটার্জি। পরবর্তী সময় খেলোয়াড়রা পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রানা চ্যাটার্জির হাতে দাবি সনদ তুলে দেন। এদিন সংবাদ মাধ্যমকে খেলোয়ারদের সাথে থাকা সংগঠনের নেতৃত্ব সুজিত ভৌমিক জানান বিগত বহু বছর ধরে রূপক দেব রায় রাজ্যের খেলোয়াড়দের উপেক্ষা করে বৈ রাজ্যের খেলোয়াড়দের খেলিয়ে টাকা আত্মসাৎ করে আসছে, যারা হকির মধ্য দিয়ে নিজেদের প্রতিভার বহিপ্রকাশ ঘটানোর লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সে জায়গায় রাজ্যের ভূমিপুত্র কিংবা ভূমি কন্যাদের না খেলিয়ে নামধারী ত্রিপুরা অলিম্পিক অসোসিয়েশনের সেক্রেটারি রূপক দেব রায় টাকা আত্মসাৎ করছে বলে।



