২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যে কাজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি। এরই অংশ হিসেবে রাজধানী আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপির পক্ষ থেকে বুথ স্বশক্তিকরন অভিযানের অঙ্গ হিসেবে শক্তি কেন্দ্র বিস্তারক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি সাংগঠনিক সম্পাদক অরবিন্দ মেননসহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এ দিনের অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনে শাসক বিজেপির বিরুদ্ধে বিরোধীরা একক হওয়ার চেষ্টা চালিয়েছিল কিন্তু সেই লক্ষ্যে তারা উপবিষ্ট হতে পারেনি কেননা ভারতীয় জনতা পার্টি এতই মজবুত ছিল যে তারা একটা অংশ বাঁকা করতে পারিনি, সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলিষ্ঠ মনোভাবের দ্বারা বলে, তাই দলের বিভিন্ন স্তরের কর্মীরা যাতে নিজ নিজ এলাকায় বুথগুলিকে আরো শক্তিশালী করার লক্ষে ঝাঁপিয়ে পড়েন তার আহ্বান রাখেন। এদিনের প্রশিক্ষণ শিবিরে দলীয় কার্যকর তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



