রাজ্যে নারী গঠিত অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।এই অপরাধ দমনের লক্ষ্যকে সামনে রেখে নড়েচড়ে বসেছে রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে নারী গঠিত অপরাধ দমন নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় ।এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী ,পশ্চিম জেলা শাসক, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা ।এই প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সাংবাদিকদের জানান, কি করে রাজ্যে নারীঘটিত অপরাধ কমানো যায় সেই বিষয় নিয়ে সচেতনতা সভায় বিস্তারিত আলোচনা হবে ।সম্প্রতি রাজধানী আগরতলায় এক কলেজ ছাত্রীর গণধর্ষনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি ।তিনি জানান সংশ্লিষ্ট ঘটনায় এক অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করবে বলে জানান তিনি।



