সরকারি বিভিন্ন নথিপত্র সহ অনলাইনে যে সকল কাজ কমন সার্ভিস সেন্টারে গিয়ে করতে হয় এই কাজগুলোকে এবার সাধারণ মানুষের দৌরগড়ায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলায় ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টার তথা সিএসসির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পশ্চিম জেলাশাসক অফিস প্রাঙ্গনে সবুজ পতাকা নেড়ে এই পরিষেবার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সাভাধিপতি দুলাল সরকার পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসকসহ অন্যান্যরা। এই পরিষেবাটি পরিচালিত হবে এিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ধারা। জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানান এই পরিষেবার জন্য মোট চারটি গাড়ি সহ সহায়ক গুষ্টির হাতে তুলে দেওয়া হয়েছে গাড়িগুলো মহিলারা পরিচালনা করবেন এবং গ্রামীন পাহাড়ি এলাকায় পরিষেবা তুলে দেওয়ার জন্য ব্যবহার করা হবে।তাই এদিন আনুষ্ঠানিকভাবে মহিলাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেওয়া হয়।



