Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যআনুষ্ঠানিক উদ্বোধন হলো ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টারের

আনুষ্ঠানিক উদ্বোধন হলো ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টারের

সরকারি বিভিন্ন নথিপত্র সহ অনলাইনে যে সকল কাজ কমন সার্ভিস সেন্টারে গিয়ে করতে হয় এই কাজগুলোকে এবার সাধারণ মানুষের দৌরগড়ায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলায় ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টার তথা সিএসসির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পশ্চিম জেলাশাসক অফিস প্রাঙ্গনে সবুজ পতাকা নেড়ে এই পরিষেবার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সাভাধিপতি দুলাল সরকার পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসকসহ অন্যান্যরা। এই পরিষেবাটি পরিচালিত হবে এিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ধারা। জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানান এই পরিষেবার জন্য মোট চারটি গাড়ি সহ সহায়ক গুষ্টির হাতে তুলে দেওয়া হয়েছে গাড়িগুলো মহিলারা পরিচালনা করবেন এবং গ্রামীন পাহাড়ি এলাকায় পরিষেবা তুলে দেওয়ার জন্য ব্যবহার করা হবে।তাই এদিন আনুষ্ঠানিকভাবে মহিলাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য