ত্রিপুরার পশ্চিম জেলা প্রশাসন এবং খাদ্য দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকাসহ পশ্চিম জেলার নানা জায়গায় অভিযান চালানো হচ্ছে। মূলত বিভিন্ন দোকানে যে সকল খাদ্য সামগ্রী রয়েছে এগুলোর মেয়াদ রয়েছে কিনা পাইকারি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরো বাজারে দাম রাখা হচ্ছে কিনা এই বিষয়গুলো তদারকি করা হচ্ছে। এরিপ্রেক্ষিতে বুধবার রাজধানী আগরতলার চন্দ্রপুর এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন অভিযানে থাকা আধিকারিক রঞ্জিত কুমার দাস। তিনি আরো জানান যে সকল দোকানে সকল মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গিয়েছে তাদের মালিকদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন।



