যেখানে রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত করতে এবং রাজ্যের যুব সমাজকে নেশার কড়াল গ্রাস থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই জায়গায় এই যুব সমাজকেই তাদের নেশা কারবার চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ রাজ্যকে নেশামুক্ত করার সেটাকে বাস্তবে পরিণত করার লক্ষে ২৪ ঘন্টা নেশা কারবারিদের জালে তুলতে ফাঁদ তৈরিতে ব্যাস্ত থাকার পরও বারবার পার পেয়ে যাচ্ছে নেশা কারবারির মাস্টার মাইন্ডরা। কিন্তু তারপরেও পুলিশ নিজ কর্তব্যে সচল , যার দরুন বেশ কিছু এই কারবারের সাথে যুক্তরা আটক পড়ছে পুলিশের জালে যা একপ্রকার ‘ইলিশ মাছ ধরতে গিয়ে পুটি মাছ পাওয়ার মত ‘। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ লেক চৌমনী এসটি কর্পোরেশন এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে। তার নাম সমীর আচার্জী, পুলিশ তার কাছ থেকে ৫০ হাজার টাকার ব্রাউন সুগার সহ একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে এবং এন ডি পি এস মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ রিমান্ডের আবেদন নিয়ে আদালতে তোলা হবে বলে জানান এস ডি পি ও আশীষ দাস গুপ্ত।



