Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যদেশ প্রেম চেতনা থেকে শুরু করে সব কিছু মধ্যে জড়িয়ে আছেন কবিগুরু...

দেশ প্রেম চেতনা থেকে শুরু করে সব কিছু মধ্যে জড়িয়ে আছেন কবিগুরু – মুখ্যমন্ত্রী

মঙ্গলবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবছরও ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর আয়োজন করা হয় রবীন্দ্র কাননে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা । এদিন মুখ্যমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং পরে মুখ্যমন্ত্রী নিজ বক্তব্যে বলেন, আমাদের কৃষ্টি-সংস্কৃতির ঐতিহ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশ প্রেম চেতনা থেকে শুরু করে সব কিছু মধ্যে জড়িয়ে আছেন। পাশাপাশি তিনি কবিতা সাহিত্য উপন্যাস নাটক প্রবন্ধ সব ক্ষেত্রেই আমাদের মার্গদর্শন করেছেন। তাছাড়া এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপুরার সাথে রাজন্য আমল থেকেই কবিগুরুর এক বিশেষ সম্পর্ক ছিল। এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন এবং এই কবিগুরুর সৃষ্টি রাজর্ষি মুকুট বারবার ত্রিপুরার রাজন্য আমলকে মনে করিয়ে দেয় বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে সংস্কৃতি প্রিয় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য