আনন্দময়ী মায়ের ১২৮ তম আবির্ভাব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগরতলা আনন্দময়ী কালিবাড়ি আশ্রমে আজ এই আশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পুজো। সোমবার রাত থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে এই আশ্রমে। মঙ্গলবার সকাল থেকে কুমারী পূজার অনুষ্ঠিত হয়েছে এমনটাই জানিয়েছে আশ্রমের পুরোহিত। তিনি জানান প্রত্যেক বছরে মত এ বছর ও এই জন্মতিথি পালন করা হচ্ছে আগরতলা আনন্দময়ী আশ্রমে। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে সংকীর্তন অনুষ্ঠিত হবে জানান তিনি এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হবে। এবং এই জন্মতিথিকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।



