আবার ও খোয়াই শহর জুড়ে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন ধরে খোয়াই শহর এবং শহর লাগোয়া শহরতলী এলাকাগুলি চুরি কান্ডের কিছুটা লাগাম টানা সম্ভব হয়েছিল। বর্তমান সময়ে আবারও চুরির ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমনই এমনই এক ঘটনা ঘটে গেল রবিবার সকালে খোয়াই শহরে প্রাণ কেন্দ্র টি কে ডি কে রোড স্থিত সূর্য চৌমুহনী এলাকাতে। প্রকাশ্য দিবালোকে এক স্বর্ণের দোকানের মালিকের স্বর্ণের বিভিন্ন সামগ্রীর বেগ নিয়ে পালালো চোর। ঘটনা খোয়াই এর টি কে ডি কে রোড স্থিত সোনারতরী হোটেল সংলগ্ন সন্ধ্যা জুয়েলারী তে। দোকানের মালিক ঘটনার বিবরন দিতে গিয়ে জানান সকালে দোকান খুলে জল আনতে যায় চানু বনিক। মুহূর্তেই এসে দেখে তার স্বর্ণের বেগ টি উধাও হয়ে গেছে। তৎক্ষনাৎ, এই ঘটনা প্রত্যক্ষ করার পর দোকানের মালিকের চিৎকারে পার্শ্ববর্তী দোকানদার থেকে শুরু করে আশেপাশের এলাকাবাসী ছুটে আসে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ। লক্ষ্যনীয় বিষয় প্রকাশ্য দিবালোকে এক স্বর্নের দোকানের মালিকের স্বর্নের বেগ
চোর নিয়ে পালালেও কারোও নজরেই তা ধরা পড়েনি। এই ঘটনায় এলাকার জনমনে গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বললে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ সাহা বলেন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ তদন্তক্রমে চুরি কান্ডের সঙ্গে যুক্ত আসামিকে জালে তুলতে সক্ষম হবেন অতি শীঘ্রই। অন্যদিকে শনিবার রাতে খোয়াই শহর লাগোয়া বিপিসি পাড়া এলাকাতে অপু দেব রায় নামে কেবল ব্যবসায়ীর মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোরের দল। এই ঘটনাটিও পুলিশকে জানানো হয়। বর্তমান সময়ে খোয়াই শহর এবং শহর লাগুয়া শহরতলী এলাকাগুলিতে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত চুরির ঘটনার জন্য খোয়াই এর সাধারণ জনগণ অস্বস্তি তে রাত্রি যাপন করছে। তাছাড়া খোয়াই মহকুমা জুড়ে নেশা কারবারীদের অবৈধ নেশা সামগ্রী রমরমা বাণিজ্য চলছে, একটা বৃহৎ অংশের যুবকরা নেশার কবলে পড়ে ভূত ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য এই সমস্ত চুরি কান্ডের সঙ্গে যুক্ত নেশায় আসক্ত একাংশ যুবকরা। এখন দেখার বিষয় এই সমস্ত চুরি কান্ডের লাগাম টানার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটুকু অগ্রণী ভূমিকা নেয়।



