উত্তর ত্রিপুরায় রেলওয়ে ডিভিশন সহ রাজ্যে বিকল্প রেল লাইন স্থাপনের দাবী নিয়ে কংগ্রেসের ডেপুটেশান! ত্রিপুরা রাজ্যের যে সকল এলাকায় এখনও রেল সংযোগ হয়নি সেইসকল জায়গাকে বিকল্প রেল লাইন স্থাপনের মাধ্যমে যুক্ত করা সহ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে রেল ডিভিশন করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষে একটি প্রতিনিধি দল আজ গৌহাটি স্থিত NFR ZONE এ ডেপুটেশান প্রদান করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ত্রিপুরা বিধানসভার বিধায়ক Birajit Sinha সহ কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় । সুশান্ত চক্রবর্তী ,ছাত্র নেতা সম্রাট রায় ও অন্যান্য নেতৃবৃন্দ,



