আগরতলার ভগবান ঠাকুর চৌমুহনীতে সন্ধ্যা হলেই পর্ক লাভারদের ভিড় পরিলক্ষিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই যারা রাজধানীতে আসেন, তাদের কাছে অন্যতম পছন্দের জায়গা অবশ্যই ভগবান ঠাকুর চৌমুহনী। সেখানে বেশ কয়েকটি স্টল রয়েছে যেখানে চিকেন ও পর্কের নানান রসালো আইটেম পাওয়া যায়। আর যারাই আসেন তাদের প্রত্যেকের পরিচিত মুখ এই অমরদীপ দেববর্মা। কারো কাছে কাকা, কারো দাদা, আবার কেউ সম্বোধন করেন মামা বলে। আর সেই অমরদীপ দেববর্মার কৃতিত্বে দেশে চারটি স্বর্ণপদক আসে। পর্ক বিক্রেতা থেকে পদক জয়ী হিসেবে রাতারাতি পরিচিত হয়ে যান অমরদীপ দেববর্মা। কেরালার আল্লাপফুজায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে বড় ধরনের সাফল্য পেলেন অমরদীপ দেববর্মা। দেশের হয়ে চারটি সোনা জিতলেন তিনি । মাস্টার থ্রি ১২০ কেজি বিভাগে তার এই সাফল্য। বেঞ্চ প্রেস, ডেড লিফট ও ব্যাক স্কোয়াডের পাশাপাশি সার্বিক বিভাগে স্বর্ণপদক অর্জন করেন তিনি। একই প্রতিযোগিতায় রাজ্যের অপর পাওয়ার লিফ্টার অমর কুমার ঘোষ ১টি সোনা সহ মোট চারটি পদক জয়ী হন। তাদের এই সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়ামোদী সহ আপামর জনগণ।



