Thursday, November 13, 2025
বাড়িখবরখেলাএশিয়ান পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় দেশের হয়ে ৪টি স্বর্ণপদক জয়ী অমরদীপ দেববর্মা

এশিয়ান পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় দেশের হয়ে ৪টি স্বর্ণপদক জয়ী অমরদীপ দেববর্মা

আগরতলার ভগবান ঠাকুর চৌমুহনীতে সন্ধ্যা হলেই পর্ক লাভারদের ভিড় পরিলক্ষিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই যারা রাজধানীতে আসেন, তাদের কাছে অন্যতম পছন্দের জায়গা অবশ্যই ভগবান ঠাকুর চৌমুহনী। সেখানে বেশ কয়েকটি স্টল রয়েছে যেখানে চিকেন ও পর্কের নানান রসালো আইটেম পাওয়া যায়। আর যারাই আসেন তাদের প্রত্যেকের পরিচিত মুখ এই অমরদীপ দেববর্মা। কারো কাছে কাকা, কারো দাদা, আবার কেউ সম্বোধন করেন মামা বলে। আর সেই অমরদীপ দেববর্মার কৃতিত্বে দেশে চারটি স্বর্ণপদক আসে। পর্ক বিক্রেতা থেকে পদক জয়ী হিসেবে রাতারাতি পরিচিত হয়ে যান অমরদীপ দেববর্মা। কেরালার আল্লাপফুজায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে বড় ধরনের সাফল্য পেলেন অমরদীপ দেববর্মা। দেশের হয়ে চারটি সোনা জিতলেন তিনি । মাস্টার থ্রি ১২০ কেজি বিভাগে তার এই সাফল্য। বেঞ্চ প্রেস, ডেড লিফট ও ব্যাক স্কোয়াডের পাশাপাশি সার্বিক বিভাগে স্বর্ণপদক অর্জন করেন তিনি। একই প্রতিযোগিতায় রাজ্যের অপর পাওয়ার লিফ্টার অমর কুমার ঘোষ ১টি সোনা সহ মোট চারটি পদক জয়ী হন। তাদের এই সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়ামোদী সহ আপামর জনগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য