রক্তস্বল্পতা দূরীকরণে সমাজের সকল স্তরের মানুষদের রক্তদানে এগিয়ে আসার মুখ্যমন্ত্রীর আহবানে এগিয়ে এসেছেন রাজ্যের সকল স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা সংগঠন। এই একই আহবানে সারা দিয়ে এবার এই মহৎ কাজে এগিয়ে আসলেন এম বি টিলা রামকৃষ্ণ সমিতির। রবিবার এম বি টিলা রামকৃষ্ণ সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়, রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মিনা সরকার সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রক্তদানে গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রতিটি ফোঁটা রক্ত একেকটি হৃদস্পন্দনের মত। রক্ত হচ্ছে শরীরের যাতায়াতের মাধ্যম। রক্তদানের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধন তৈরি হয়। এই সম্পর্ক অনেক বড় বলে জানান তিনি। এক ইউনিট রক্ত চারজনের উপকারে আসে বলে জানান মুখ্যমন্ত্রী।



