Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদেড় বছরের মেয়েকে বিষ খাইয়ে মা ও আত্মঘাতী, এলাকায় চাঞ্চল্য

দেড় বছরের মেয়েকে বিষ খাইয়ে মা ও আত্মঘাতী, এলাকায় চাঞ্চল্য

ভালোবেসে বিয়ে করে ঘর-সংসার করা আর হলো না ২৪ বছরের গৃহবধূ স্বস্তি দাসের। পারিবারিক কলহের কারণে নিজের দেড় বছরের শিশু কন্যা দীপিকা দাসকে বিষ খাইয়ে নিজেও প্রথমে বিষ পান করে এবং পরে মৃত্যু সুনিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে নিজ ঘরের মধ্যে আত্মঘাতী হয় স্বস্তি দাস। পরিবারের লোকজন প্রথমে স্বস্তিদাস এবং তার কন্যাকে দ্রুত চোত্তাখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক স্বস্তিদাস কে মৃত বলে ঘোষণা করে এবং শিশু কন্যাকে অর্ধমৃত অবস্থায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেদেন। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার সময় মাঝপথে মারা যায় দেড় বছরের শিশু কন্যা দীপিকা দাস। ঘটনা পি আর বাড়ি থানাধীন দক্ষিণ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেদাবাড়ী এলাকায়। জানা যায় বছর তিনেক আগে খেদা বাড়ি এলাকার বাসিন্দা রাজিব দাস নলুয়া এলাকার স্বস্তি দাসকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর সুখে শান্তিতে সংসার চলতে থাকলেও কিছুদিন পর দেখা দেয় পারিবারিক অশান্তি। যার পরিণতি এই নিষ্পাপ দেড় বছরের মেয়ে ও মার মৃত্যুর ঘটনা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া বিরাজ করছে। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য