শুক্রবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্য সচিব, পুলিশ মহা নির্দেশক এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নিয়ে মণিপুরের রিমস এবং সেন্ট্রাল এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে উপস্থিত পুলিশ মহানির্দেশক এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে। পাশাপাশি এইটাও জানানো হয় যে ত্রিপুরার ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন অব্দি মণিপুরে অবস্থানরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য কোনো প্রকার উদ্বেগ জনক পরিস্হিতি সৃষ্টি হয়নি । রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথেও যোগাযোগ রাখার প্রয়াস শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মণিপুরের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে। হেল্প লাইন নম্বরটি হল 112, 1070/ 0381-2416045/2416241 এবং 8787676210 whatsapp number। এই ছাড়াও মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীগনের সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান তিনি মণিপুরের রিমস এবং অন্যান্য কলেজে অধ্যয়নরত রাজ্যের ছাত্রদের খোঁজখবর নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন মণিপুরের বিভিন্ন কলেজে অধ্যয়নরত ছাত্রদের খোঁজখবর নেয় বলে জানান তিনি। তাছাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরপরই, মণিপুর সরকারের আধিকারিকরাও ত্রিপুরা সরকারকে ত্রিপুরার ছাত্রদের সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে, ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক, এইচপি শর্মা টেলিফোনে রিমসের অধ্যক্ষের সাথে কথা বলেছেন এবং RIMS-এর অধ্যক্ষ জানিয়েছেন যে সেখানে অধ্যয়নরত ত্রিপুরার শিক্ষার্থীরা নিরাপদে রয়েছে বলে ।



