শাসক দলের দুষ্কৃতীদের সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার স্ব – পরিবারে থানায় পূর্ব চানমারী এলাকার বাসিন্দা দেবাশীষ বর্মন। এদিন থানায় অভিযুক্তদের নামে লিখিত মামলা দায়ের করেন তিনি ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান রাত প্রায় সাড়ে ১২ টা নাগাদ প্রতিদিন বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীরা ৬ রামনগরের কর্পোরেটর মিঠুন দাস বৈষ্ণব ও ৪ বড়জলা যুব মোর্চার সভাপতি রাজীব সাহার সহযোগিতায় এলাকার আশিস বৈদ্য ও গৌতম সাহা নামক দুই ব্যাক্তি এলাকায় প্রতিনিয়ত সন্ত্রাস চালাচ্ছেন বলে জানান , তাছাড়া এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রদান করার পরও কোন রকম হেলদোল নেই লক্ষ্য করে আজকে থানায় আসা ও যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে স্ব – পরিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন।



