Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যকামান চৌমুহনী স্থিত অমিয় সাগর পুকুর পরিদশনে মেয়র

কামান চৌমুহনী স্থিত অমিয় সাগর পুকুর পরিদশনে মেয়র

কামান চৌমুহনী স্থিত অমিয় সাগর পুকুরের পরিদশন করেন মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন কর্পরেটর তখন লোধ সহ পুর নিগমের ইঞ্জিনিয়াররা। বিগত অনেক মাস যাবত ধরে অমিয় সাগর পুকুরকে সংস্কার করা এবং পুকুরের পার বাধানোর জন্য এলাকার জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে দাবি জানিয়েছিলেন। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়র দীপক মজুমদারকে নির্দেশ দেন অমিয় সাগর পুকুরের সমস্যা পরিদর্শন করার জন্য সেই মোতাবেক পরিদর্শন করে মেয়র দীপকমজুমদার। পরিদর্শন শেষের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান পুকুরের সংস্কার করা পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোর কাজ অতি অতি শীঘ্রই পুর নিগাম এইকাজ করবে বলে জানান তিনি

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য