রাজধানী আগরতলার প্রাণভমরা হাওড়া নদীর সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। ঝুলন্ত ব্রীজের সামনে থেকে দশমীঘাট এলাকা পর্যন্ত ১.০২ কি.মি দীর্ঘ হাওড়া নদীর উত্তর পাড় সৌন্দর্যায়নে ব্যায় হবে ১০১ কোটি টাকা। দেড় বছরের মধ্যে শেষ হবে এই কাজ। বুধবার সংশ্লিষ্ট নির্মান কাজ পরিদর্শন করে এই কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার । বড়মুড়া পাহাড় থেকে সৃষ্টি হয়েছে হাওড়া নদী। এই নদীর উত্তর পাড় সুন্দর করে তোলার কাজ শুরু হয়েছে। স্মার্ট সিটি প্রকল্পের উদ্যোগে চলছে এই কাজ। বুধবার সংশ্লিষ্ট কাজ পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। কথা বলেন নির্মাণ কাজের দায়িত্বের থাকা আধিকারীকদের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান রাজধানীর ঝুলন্ত সেতু সংলগ্ন থেকে দশমী ঘাট সংলগ্ন প্রায় ১.২ কিলোমিটার নদী চরকে ঢেলে সাজানো হচ্ছে এর জন্য ব্যয় হবে মোট ১০১ কোটি টাকা এতে করে সংশ্লিষ্ট এলাকার হাওড়ার নদীর চরের একাধিক ফাটল যেমন সংস্কার করা হবে তেমনি সুন্দর করে গড়ে তোলা হবে আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। তিনি আরো জানান হাওড়া নদীর চর সুন্দর করে গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বসবাসকারী জনগণের ব্যবহৃত নোংরা জল গুলোকে একসাথে করে তা পরিশোধনের মাধ্যমে নদীতে ফেলা হবে আগে সংশ্লিষ্ট এলাকার জনগণের ব্যবহৃত দূষিত জল সরাসরি হাওড়া নদীর জলে পড়তো এখন তা এমন হবে না বলে জানান তিনি।



