১লা মে যথাযোগ্য মর্য্যাদার সাথে খোয়াইয়তেও সোমবার মহান মে দিবস উদযারপন করা হয়।এদিন সি পি আই এম র জেলা কার্য্যালয়ে মে দিবসের দিন সকালে পতাকা উত্তোলন করেন উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা।শহীদবেদীতে ফুলদীয়ে শ্রদ্ধা নিবেদন করেন রঞ্জিত দেববর্মা, জি এম পি নেতা পদ্ম কুমার দেববর্মা, সি আই টি ইউ –র রাজ্য কার্য্যকরী কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, ডি ওয়াই এফ আই –র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, কৃষক নেতা আলয় রায় ও মনোজ দাস, গণ আন্দোলনের নেতা সুখেন্দু বিকাশ দে, নন্দলাল দেববর্মা, বিদ্যাচরণ দেববর্মা, ছাত্রনেতা নারায়ন নমঃদাস, অমিত দেববর্মা, যুবনেতা করিম দেববর্মা, ক্ষেতমজুর নেতা নন্দলাল গোপ, নারীনেত্রী রাধারাণী দেববর্মা প্রমুখ।মে দিবসের অমর শহীদদের স্মৃতিতে নিবেদিত হয় মৌন শ্রদ্ধা।দিবসটির তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের নেতা রঞ্জিত দেববর্মা। মে দিবসে ডেইলি দেশের কথার বিশেষ ক্রোড়পত্র এদিন বিক্রি করা হয়।সকালের অনুষ্ঠানে সামিল ছিলেন বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষজন।



