Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যনগর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস মেয়রের

নগর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস মেয়রের

আগরতলা পুর নিগম নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন পুর নিগমের মেয়র দিপক মজুমদার। পুর নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি এলাকায় সরেজমিনে পরিদর্শন করে এলাকায় কি কি অসুবিধা রয়েছে এবং কি করলে তার সমাধান সম্ভব সে বিষয়ে ক্ষতিয়ে দেখছেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুর নিগমের ৪৯ নং ওয়ার্ড আমতলী থানা সংলগ্ন এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে কথা বলেন এলাকার কর্পোরেটরের সাথে এবং এলাকাবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে অবগত হন। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান এই এলাকা পরিদর্শন করার ৩ তিনটি জায়গা পরিলক্ষিত করা হয়েছে যার মধ্যে উল্লেখ্যযোগ্য হল পুকুর , রাস্তাঘাট এবং কমিউনিটি হল। এলাকাবাসীর সুবিধার্থে রাস্তা মেরামতের আশ্বাস প্রদানের পাশাপাশী যে পুকুরটি রয়েছে সেটিকে ব্যবহারযোগ্য করে তোলার সাথে সাথে আলোকসজ্জার ও ব্যবস্থা করা হবে বলে জানান। এদিনের পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটরসহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য