Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যসুপ্রিম কোর্ট যাতে সম লিঙ্গের বিবাহের বৈধতা না দেয় এই আহ্বান জানিয়ে...

সুপ্রিম কোর্ট যাতে সম লিঙ্গের বিবাহের বৈধতা না দেয় এই আহ্বান জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা শাখার তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটি আবেদনপত্র পাঠানো হয়

সম লিঙ্গের বিবাহের স্বীকৃতির দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আপিল মামলা হয়েছে তার তীব্র বিরোধিতা করছে বিশ্ব হিন্দু পরিষদ। সুপ্রিম কোর্ট যাতে সম লিঙ্গের বিবাহের বৈধতা না দেয় এই আহ্বান জানিয়ে বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আবেদন জানানো হচ্ছে। এর প্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন রাজ্য শাখার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে চিঠি পাঠানো হচ্ছে। এরই প্রেক্ষিতে সোমবার বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শাখার তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটি আবেদনপত্র পাঠানো হয়। এই আবেদন পত্রটি জেলাশাসকের অফিসে দেওয়া হয়। ডেপুটেশন প্রদান শেষে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শাখার সম্পাদক মনোজ দেবনাথ বলেন, নারী-পুরুষের মধ্যে বিবাহ ভারতের একটি ঐতিহ্য। যোগ যোগ ধরে তা চলে আসছে। কিন্তু একাংশ কুঁচক্রির দল ভারতের এই পরম্পরাগত ঐতিহ্যকে নষ্ট করার পরিকল্পনা নিয়ে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ করার জন্য সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানিয়েছে। এই বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। তবে দেশের পরম্পরাগত ঐতিহ্যর কথা চিন্তা করে বিচারপতি এই আবেদনের বিপক্ষে রায় দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য