Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসন্ধ্যারাতে মত মত্ত অবস্থায় গাড়ির চালক এক সবজি বিক্রেতার দোকানের উপর তুলে...

সন্ধ্যারাতে মত মত্ত অবস্থায় গাড়ির চালক এক সবজি বিক্রেতার দোকানের উপর তুলে দিলে তাতে আহত হয় এক গ্রাহক ঘটনা খোয়াই রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে

রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ খোয়াই সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এক সবজি বিক্রেতার দোকানের ভিতর মদ মত্ত অবস্থায় একটি বুলেরো মাল বাহি গাড়ি তুলে দেয় তাতে একজন সবজি ক্রেতা গুরুতর আহত হয়। ঘটনার বিবরণ দিয়ে সবজি বিক্রেতা জনি সেন জানান রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ প্রতিদিনের মত রবিবার নিজের সবজির দোকান খুলে পসরা সাজিয়ে বসেন তখন এক গ্রাহক উনার দোকান থেকে সবজি ক্রয় করতে আসেন তখন লাল ছড়ার দিক থেকে হয়ে খোয়াই সুভাষ পার্কে কৃষ্ণ মন্দিরের দিকে একটি TR 01N 1775 নম্বরের একটি বুলেরো মালবাহী ট্রাকটি এসে উনার দোকানের উপর তুলে দেয় তাতে করে উনার দোকানের গ্রাহক বাসুদেব আচার্য ৩২ খোয়াই লাল ছড়া মেস্তরি পাড়ার বাসিন্দ সেই গাড়ির ধাক্কায় বেশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে তাতে সেই গ্রাহকের কোমরে এবং বা হাতে ব্যাপক চোট পান পাশাপাশি সেই সবজি বিক্রেতার বেশ কিছু সবজি গাড়ির চাকায় পিছে যায়। সবজি বিক্রেতার জনি সেন জানান তখন দোকানে ওনার স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে বসেছিল আরেকটু এদিক-সেদিক হলে সেই গাড়িটি তাদের উপর চালিয়ে দিত গাড়ি চালক যদিও অল্পের জন্য রক্ষা সবজি বিক্রেতার পরিবার। শুধু তাই নয় তখন পাশের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে তখন চলছিল ইসকন থেকে আগত ভক্তদের কীর্তন রাস্তায় সেই গাড়িটি যদি তাদের উপর চড়াও হত তাহলে আরো অনেক মানুষ এই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিল। শেষে ঘটনা প্রত্যক্ষকারী মানুষজন গাড়ির চালক প্রসন গোস্বামী এবং তার সহপাঠী রথীন্দ্র দেবনাথ কে গাড়ি থেকে নামানোর পর দেখতে পায় চালক ও তার সহপাঠী এত পরিমাণে মদ্যপান করেছিল যে তারা সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না এত বড় দুর্ঘটনা কে কেন্দ্র করে জনগণ ক্ষেপে যায় এরই মধ্যে ওই জায়গায় ডিউটি রত এক কনস্টেবল এসে তাদেরকে ধরতে গেলে চালক প্রসন গোস্বামী পুলিশ কনস্টেবলকে সজোরে ঘুষি মারে তা তা দেখে উপস্থিত জনগণ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ে এবং চালক ও তার সাগরেদকে উপস্থিত জনতা বেশ কিছু উত্তর মাধ্যম দেয় এরপর থানা থেকে পুলিশ আসলে তাদেরকে নিয়ে যায় শারীরিক পরীক্ষা করার জন্য খোয়াই জেলা হাসপাতালে। সেখানে গিয়ে প্রসন গোস্বামী প্রথমে হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডকে আবার ঘুষি মারে এবং কর্তব্যরত চিকিৎসক কেও ঘুসি মারার জন্য উদ্যত হয় পুলিশের সামনে এ নিয়ে পুলিশ এবং তাদের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় শেষে পুলিশ উভয়কে থানায় নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা কে কেন্দ্র করে চালক প্রশন গোস্বামী ও তার সহপাঠী রথীন্দ্র দেবনাথ খোয়াই সুভাষ পার্ক শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দির প্রাঙ্গনে একপ্রকার ত্রাস সৃষ্টি করে ফেলে এমনকি তাদেরকে থানায় নিয়ে যাওয়ার পরও কোন হুঁশ নেই তাদের অসভ্য ভাষায় গালিগালাজ করছে প্রত্যেকটি লোককে। এ ধরনের উন্মত্ত কিছু গাড়ি চালক এবং বাইক চালক খোয়াই শহরের উপর যেভাবে গাড়ি বাইক চালায় তাতে একদিন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে খোয়াই শহরের বুকে এই বিষয়ে উন্মত্ত বাইক চালক এবং গাড়িচালকদের বিরুদ্ধে পুলিশকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেন খোয়াই বাসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য