শিক্ষা বিকাশ ঘটায় চেতনার আর চেতনাশীল যুবসমাজ গড়ে তুলবে নতুন সমাজ।‘সবাই মিলে বই পড়ি, আলোকিত সমাজ গড়ি’ এই ভাবনাকে সামনে রেখে আজ আমা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাণীরবাজারে জিরানিয়া সাবডিভিশনাল পাবলিসিটি লাইব্রেরি এর শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাবলিসিটি লাইব্রেরির উদ্বোধন করেন । এখন থেকে এই #পাবলিসিটি লাইব্রেরিতে জনগণ বিভিন্ন সংবাদপত্র সহ নানা ধরনের বই পড়ার সুযোগ পাবেন। বিভিন্ন ধরনের সময়োপযোগী তথ্য সংক্রান্ত বইও পাওয়া যাবে এই #পাবলিসিটি_গ্রন্থাগারে। এখানে বাংলা, ককবরক ও ইংরেজি ভাষার বই হাতে পাবেন পাঠকরা। বর্তমান তরুণ প্রজন্ম মোবাইল আসক্ত হয়ে যাবার ফলে নিয়মিত সংবাদপত্র পাঠ ও বই থেকে দূরত্ব অনেকটাই তৈরি করে ফেলেছে! সেই কারণে বই ও পত্র-পত্রিকা পড়ার অভ্যাসকে টিকিয়ে রাখতে জিরানিয়া মহকুমায় এই পাবলিসিটি লাইব্রেরির প্রয়োজনীয়তা ছিল।
এই পাবলিসিটি লাইব্রেরিতে ছোট থেকে বড় সমস্ত বয়সী মানুষদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে দরকারি তথ্য সংক্রান্ত খবরাখবর এখানে পাওয়া যাবে।



