Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যমন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অরাজনৈতিকভাবে সাধারণ মানুষের বিষয় নিয়ে কথা বলেছেন...

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অরাজনৈতিকভাবে সাধারণ মানুষের বিষয় নিয়ে কথা বলেছেন – মুখ্যমন্ত্রী

রবিবার ১০০ তম পর্বে পা রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত। এদিন প্রধানমন্ত্রী মন কি বাত পর্বে আবেগ প্রবন হয়ে পড়েন। ভাষণ রাখেন দেশবাসীর উদ্দেশ্যে। দলীয় নেতৃত্ব চাইছে প্রধানমন্ত্রী এই মন কি বাত যাতে মানুষের মন স্পর্শ করতে পারে এবং এই পর্বের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশে বহু মানুষের সাথে কথা বলেন। এদিন রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মন কি বাত অনুষ্ঠান শোনেন। মন কি বাত অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজভবনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা ও প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠান শোনার পর জানান, প্রধানমন্ত্রী এদিনো অরাজনৈতিকভাবে সাধারণ মানুষের বিষয় নিয়ে কথা বলেছেন। এদিন প্রধানমন্ত্রী বলেছেন তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রীর ছিলেন তখন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে জনসংযোগ করতে পারতেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীর সাথে জনসংযোগ করতে এই মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বর্তমানে যেভাবে মানুষের সাথে প্রধানমন্ত্রী যুক্ত হয়েছেন তা মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থাতেও সম্ভব হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথ স্তরে এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য