Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহকুমা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে...

খোয়াই মহকুমা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল সংসদ স্বাস্থ্য শিবির মেলা

২৯শে এপ্রিল শনিবার সকাল দশটা থেকে খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হল খোয়াই মহকুমা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগ বিনামূল্য একটি বিশাল সংসদ স্বাস্থ্য শিবির মেলা। এই মেলায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার খোয়াই জেলা কমিটির সভাপতি পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়া সাংসদ স্বাস্থ্য শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বহির রাজ্যের দিল্লির সফদর জং হাসপাতালের নাক কান গলার চিকিৎসক কৃষাণ রাজ বহর, পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসক হিমানী সরোহা, নিউরোলজিস্ট বিভাগের চিকিৎসক রামনিক গর্গ, সফদর জং হাসপাতালের ঔষধ এবং হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দীপক সুমন, জিম্পার হাসপাতালে অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক সংকল্প জয়সওয়াল, চন্ডিগড় হাসপাতালের দন্ত চিকিৎসক বসুন্ধরা কৌশিক, আর এম এল হাসপাতালে জেনারেল ফিজিশিয়ান প্রীতি ধাইয়া, দিল্লির আর এম এল হাসপাতালে ঔষধ বিশেষজ্ঞ তথা ডারমোলোটোজিস্ট বিভাগের চিকিৎসক মনিষ জাংরা। এই ৮ জন চিকিৎসক খোয়াই বাসীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন তাদেরকে সহযোগিতা করবেন খোয়াই জেলা হাসপাতালে মেডিকেল সুপার তথা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রাজেশ দেববর্মা, নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুমন বিশ্বাস, চিকিৎসক ডালিয়া দাস, অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক তৃণজিৎ দেববর্মা, এবং প্রসূতি বিভাগের চিকিৎসক দুর্লভ দেববর্মা খোয়াই জেলা হাসপাতালের এই পাঁচজন চিকিৎসক আগত আটজন চিকিৎসকদের সাথে জুটি বেঁধে শনিবার খোয়াই এর নতুন টাউন হলে সংসদ স্বাস্থ্য শিবির মেলাতে বিনামূল্যে খোয়াইবাসীকে চিকিৎসা প্রদান করেন যদিও এই সাংসদ স্বাস্থ্য শিবির মেলা কে কেন্দ্র করে খোয়াই মহাকুমা জুরে ব্যাপকভাবে প্রচার চালানোহয় খোয়াই মহাকুমা প্রশাসন উদ্যোগে। যাতে খোয়াই বাসী এই স্বাস্থ্য শিবিরের পরিষেবা নিতে পারে। এর জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বাড়ি বাড়ি প্রচার চালানো হয় যাতে করে বিভিন্ন জনগণ বহিরাগত চিকিৎসকদের হাত দিয়ে ভালো রকমের চিকিৎসা পরিষেবা বিনামূল্যে গ্রহণ করেন। এই সংসদ স্বাস্থ্য শিবির মেলাতে যাতে খোয়াই বাসি অংশগ্রহণ করেন এবং বিনামূল্যের চিকিৎসা পরিষেবা গ্রহণ করে এর জন্য ব্যাপকভাবে প্রচার করে যাতে করে খোয়াইবাসী উপকৃত হয় এই চিকিৎসা পরিষেবা মাধ্যমে। পাশাপাশি এই চিকিৎসার মাধ্যমে বিনামূল্যে রোগীদের ঔষধপত্রও প্রদান করা হয় । এই প্রচারের কারণে এবং এবং বহিরাগত বিভিন্ন বড় বড় হসপিটালের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেবে তা জানতে পারে শনিবার সকালে খোয়াই নতুন টাউন হলে রোগীদের উপচে পড়া ভির পরিলক্ষিত হয় এবং এদিন বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দ্বারা ৪২৮ জন রোগীরা নিজেদের চিকিৎসা করেন এবং বিনামূল্যে ওষুধ নেন। সংসদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠানটি চলাকালীন সংসদ বিপ্লব কুমার দেব সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ নতুন টাউন হলে এসে উপস্থিত হন এবং বহিরাগত সমস্ত চিকিৎসকদের সাথে একে একে বার্তা আলাপ করেন এর পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরে আগত প্রত্যেকটি রোগের সাথে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কথাবার্তা বলেন এবং কিছু কিছু গুরুতর রোগীদের বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলে আগরতলা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পরামর্শ দেন। সমস্ত চিকিৎসা ব্যবস্থাটি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব দেব বলেন বহি রাজ্য থেকে আগত চিকিৎসকদের নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এ ধরনের সাংসদ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এর মধ্যে শুক্রবার মনপুর বিধানসভা কেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এবং শনিবার খোয়াই টাউন হলে এই স্বাস্থ্য শিবির চলছে। তিনি এও বলেন একটি বিষয় উল্লেখ্য যে রাজ্যবাসী কোনদিন ভাবতে পারিনি যে বহির রাজ্যের বড় বড় হসপিটাল দিল্লির সফদর জং হাসপাতাল, চন্ডিগড় হাসপাতাল আরএমএল হসপিটাল, জিম্পার হসপিটাল এর মত বড় বড় হসপিটাল থেকে চিকিৎসকরা স্বেচ্ছায় এসেছেন এখানে চিকিৎসা পরিসভা প্রদান করতে। আমরা কোনদিন ভাবতে পারিনি এই ধরনের হসপিটালের চিকিৎসকরা বিনা পারিশ্রমিকে রাজ্যের রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। এটি মানুষের জন্য একটি চিন্তা ভাবনার পরিবর্তন করা হচ্ছে যে ত্রিপুরাতেও বহি রাজ্যের বড় বড় চিকিৎসকরা এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেয়। যদিও এই ধরনের চিকিৎসা পরিষেবা গতানুগতিকভাবে চালানো সম্ভব না তবে চেষ্টা করা হচ্ছে এ ধরনের চিকিৎসকদের দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাতে প্রতিনিয়ত এ ধরনের স্বাস্থ্য শিবির করার চিন্তাভাবনা রেখেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। সংসদ বিপ্লব কুমার দেব এও বলেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এ ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সরকার সর্বদা তৎপর রয়েছে আগামী দিন এই ধরনের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এবং কিভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করছেন কেন্দ্র সরকার। তাই এখানে যারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন এরা নিশ্চিন্তে ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে আশা ব্যক্ত করেন। এই ধরনের চিকিৎসা এবং এই ধরনের স্বাস্থ্য শিবিরের পর মানুষের মনের মধ্যে থেকে একটি চিন্তা দূর হয়ে যাবে যে বহি রাজ্যের বড় বড় হাসপাতালের ভালো চিকিৎসকরা আমাদেরকে চিকিৎসা পরিষেবা দিবে না বিনামূল্য। অন্যদিকে বহি রাজ্য থেকে আগত বিভিন্ন চিকিৎসকেরা খোয়াই নতুন টাউন হলে সংসদ স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাপনা এবং তাদের প্রতি অতিথি আপ্যায়ন দেখে ব্যাপক খুশি হন এবং আয়োজকদের কেও ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য