সোমবার আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে পুর নিগমের ২০২৩-২৪ সালের ৪ মাসের জন্য বাজেট করা হয়। পূর্ণাঙ্গ বাজেট করা হবে চার মাস পরে এই দিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা পুর নিগম বাসীকে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে যা যা প্রয়োজন রয়েছে তার উপর নজর দিয়ে সোমবার এক বাজেট পেশ করা হয়। ১ কোটি ৪২ লক্ষ টাকার এই বাজেট পেশ করা হয়েছে। তবে এর মধ্যে ২১ কোটি টাকা ঘাটটি রয়েছে। এদিনের বৈঠকে বাজেট পেশ করা হয়। আগামী ২৬ এপ্রিল বাজেট অধিবেশন হবে। যেদিনও সর্বসম্মতি ক্রমে বাজেট গৃহীত হবে। কিন্তু বাজেট গ্রহনের জন্য বসে না থেকে যে অর্থ রাশি রয়েছে তা দিয়ে ইতিমধ্যে কাজ শুরু করতে চলেছে নিগম। কারণ যে উন্নয়নমূলক কাজগুলি চলছে সেগুলি যাতে বন্ধ না হয় সেদিকে নজর দিয়ে নিয়ম কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মেয়র। মেয়র শ্রী মজুমদার আরো জানান, আগরতলা শহর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখতে আরো নয়া পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী চার মাস পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। সব মানুষের সমস্যা এই বাজেটে তুলে ধরা হবে। বিশেষ করে দূষণমুক্ত আগরতলা সহ উপহার দেওয়া হবে বলে জানান মেয়র।