Thursday, November 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদকালবৈশাখী ঝর উপরে দিল ১০০ বছরের পুরানো বট বৃক্ষ

কালবৈশাখী ঝর উপরে দিল ১০০ বছরের পুরানো বট বৃক্ষ

বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝরে উপরে দিল ১০০ বছরের পুরানো বট বৃক্ষ, ক্ষতিগ্রস্ত দুর্গামন্দির। ঘটনার বিবরণে জানাযায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ আচমকা ঝোড়ো হাওয়ায় তেলিয়ামুড়া পুরপরিষদের অন্তর্ভুক্ত ১২ নং ওয়ার্ড এর অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দিরস্থীত ১০০ বছরের পুরানো বটবৃক্ষ উপরে পড়ার ফলে দুর্গা মন্দির অঙ্গওয়াড়ী কেন্দ্রটি পুরো অংশ ভেঙ্গে যায়। এছাড়াও শুক্রবার সকাল নাগাদ গাছের বিড় ঠাল ভেঙ্গে পাশের এক বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়।। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার সহ অন্যান্যরা। দ্রুত গাছ সরানোর উদ্যোগ গ্রহন করা হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্দপ্তরের কর্মীরাও। উভয়ের সহযোগিতায় গাছ সরানোর কাজ চলছে বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সহযোগিতা করার ব্যবস্থা করবেন বলেও জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য