Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে করোনা ভাইরাসের সেই রকম প্রভাব পড়েনি - ডাঃ কনক চৌধুরী

রাজ্যে করোনা ভাইরাসের সেই রকম প্রভাব পড়েনি – ডাঃ কনক চৌধুরী

যতদিন তাপপ্রবাহ চলতে থাকে, ততদিন দুপুরে কাজে বেরোনোর থেকে বিরত থাকতে হবে।প্রতিদিন ৩/৪ লিটার জল পান করতে হবে সরবত ( তেঁতুল/লেবু ইত্যাদি) পান করতে হবে।বোতলজাত ঠান্ডা পানীয় থেকে দূরে থাকতে হবে ।কনকনে ঠান্ডাজল ফ্রিজের জল পান করা থেকেও দূরে থাকতে হবে। বাইরে থেকে তপ্ত হয়ে এসে দুম করে স্নান/ হাত- পান ধুতে যাবে না। তাপমাত্রার তারতম্যের কারণে স্ট্রোক অব্দি হতে পারে। সাবধানতা অবলম্বন করতেই হবে।বুধবার রাজ্যেরবিশিষ্ট ডক্টর কনক চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন পাশাপাশি তিনি আরো করোনা ভাইরাস নিয়ে জনগণ সচেতন থাকা দরকার রাজ্যে করোনাভাইরাস সেই রকম প্রভাব পড়নি বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য