রাজ্যের খাদ্য মন্ত্রী দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হয়েছিলেন এবং বৈঠকে রাজ্যের বিভিন্ন বাজারে যে পাইকারি মূল্যের সাথে খুচরো মূল্যের যে অসামঞ্জস্য রয়েছে তার উপর দৃষ্টিপাত করে রাজ্যের প্রতিটি বাজারে সচেতনতামূলক শিবির করার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে আজ লেক চৌমুহনী বাজারে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের জন্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন Dcm সদর রঞ্জিত কুমার দাস, হরিপদ রায় সুপারিনটেনডেন্ট অফ টেক্স সহ অন্যান্যরা। এদিন Dcm সদর রঞ্জিত কুমার দাস সংবাদ মাধ্যমকে জানান সচেতনতামূলক শিবিরের আলোচনা সভায় মোট চারটি দপ্তর অংশগ্রহণ করেছে যার মধ্যে রয়েছে লিগাল মেট্রোলজি , ফুড সেফটি , সেল ট্যাক্স এবং সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে খাদ্য দপ্তর , এই আলোচনা সভায় বিভিন্ন বিষয়ের উপর পর্যবেক্ষণের পর পাইকারি মূল্যের সাথে খুচরো মূল্যের যে অসামঞ্জস্য রয়েছে সেটা এখন আর নেই বলে জানান তিনি।